প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিল বিসিসিআই!
তবে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে এখনও স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা FICA
![প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিল বিসিসিআই! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিল বিসিসিআই!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/24/201903-6.jpg)
নিজস্ব প্রতিবেদন : অবশেষে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর মান্যতা পেল কপিল দেব-দের ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।
ICA-কে প্রাক্তন ক্রিকেটারদের স্বার্থ দেখার জন্য গঠিত একটি অলাভজনক সংস্থা হিসেবে উলেলখ করা হয়েছে। স্বাধীনভাবে কাজ করতে পারবে ক্রিকেটারদের এই সংস্থা। একই সঙ্গে আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হতে হবে এই সংস্থাকে। তবে প্রাথমিকভাবে বোর্ড কিছু সাহায্য করবে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে। আইসিসি-র সদস্য দেশগুলির মধ্যে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের কোনও স্বীকৃত সংগঠন ছিল না। ভারতের প্রাক্তন পুরুষ এবং মহিলা ক্রিকেটাররাই কেবল মাত্র ICA-এর সদস্য হতে পারবেন।
আরও পড়ুন - প্রতিবাদ! শুভমান গিল, অজিঙ্ক রাহানের জন্য বোর্ডকে সওয়াল সৌরভের
তবে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে এখনও স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা FICA (Federation of International Cricketers' Association)। বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের তিন ডিরেক্টর হলেন তিরাশির বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব, অজিত আগারকর এবং শান্তা রঙ্গস্বামী।