জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার (Argentina) ফুটবল ইতিহাসে নিজের নাম সোনার হরফে লিখিয়ে নিয়েছেন লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। তৃতীয় কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ১৯৭৮ বিশ্বকাপে সিজার লুইস মেনোত্তি (Cesar Luis Menotti) এবং ১৯৮৬ বিশ্বকাপে কার্লোস বিলার্দোর (Carlos Bilardo) পর তৃতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়েছেন ৪৪ বছরের স্কালোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টিনার পোজাতো শহর থেকে উঠে আসা স্কালোনি কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে। আর্জেন্টিনা দলের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচের চুক্তি শেষ হবে চলতি বছরের শেষে ৩১ ডিসেম্বর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (Argentina Football Association) সভাপতি ক্লদিও তাপিয়া (Claudio Tapia) বলেছেন, খুব দ্রুত স্কালোনির সঙ্গে চুক্তি নবীকরণ হতে চলেছে। 


৩৬ বছর পর এই লো-প্রোফাইল কোচের অধীনেই বিশ্বজয়ী হয়েছে আর্জেন্টিনা। এমন প্রেক্ষাপটে একটি সাংবাদিক সম্মেলনে ক্লদিও তাপিয়া বলেন, 'স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবে। সেই বিষয়ে আমি একপ্রকার নিশ্চিত।' তাপিয়া আরও যোগ করেন, 'স্কালোনি ও দু'জনেই এককথার মানুষ। স্কালোনি এখন ছুটি কাটাচ্ছে। ও ফিরলে আমরা বসে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব।'


আরও পড়ুন: Enzo Fernandez: বিশ্বজয়ী এনজো ফার্নান্ডেজকে নিয়ে লিভারপুল–ইউনাইটেডের লড়াই তুঙ্গে! কিন্তু কেন?


আরও পড়ুন: Year Ender 2022: মেসিদের বিশ্বজয় থেকে ফেডেরারের বিদায়, ২০২২ সালে বিশ্ব ক্রীড়া জগতে উল্লেখযোগ্য ১১টি মুহূর্ত



দায়িত্ব নেওয়ার শুরুতে সমালোচিত হলেও এখন আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন স্কালোনি। স্কালোনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন। মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা কটাক্ষ করে বলেছিলেন, 'স্কালোনি মানুষ ভালো। তবে আমার দেশের কোচ হিসেবে ওকে চাই না।' 


তবে বিশ্বকাপ জেতার পর নিজের পরিবারের কাছে ফেরার সময় এজেইজা বিমানবন্দরেও স্কালোনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। কথা হচ্ছে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে তাঁর চুক্তি বাড়ানো নিয়েও। তাই স্কালোনির কোচ হিসেবে থাকা নিয়ে অবশ্য কোনও দ্বিধা নেই তাপিয়ার। তবে শুধু স্কালোনি নন, নতুন চুক্তি নবীকরণের সময় স্কালোনির পছন্দের সাপোর্ট স্টাফদের নিয়োগ করার সিদ্ধান্তও নিয়েছে ফুটবল ফেডারেশনের কর্তারা।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)