নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অবদান কী? কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে গৌতম গম্ভীর সবাই একটা বিষয়ে একমত, ম্যাচ গড়াপেটার কালোছায়া থেকে ভারতীয় ক্রিকেটের পুনরুত্থান ঘটেছিল নেতা সৌরভের হাত ধরে। আর ধোনিকে শক্তিশালী টিম উপহার দিয়েছিলেন সৌরভ। যে দল নিয়েই বিশ্বকাপ জিতেছিলেন মাহি। তবে প্রাক্তন ক্রিকেটারদের এক সমীক্ষায় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেলে দিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ক্রিকেটীয় আড্ডায় বসেছিলেন কুমার সাঙ্গাকারা, গৌতম গম্ভীর, গ্রেম স্মিথ, ইরফান পাঠান ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সেখানেই সৌরভ এবং ধোনির পরিসংখ্যান নিয়ে কাঁটাছেড়া হয়।



#টিম ইন্ডিয়ার পুনর্গঠনে সৌরভ পেয়েছেন ৮.৬, অন্যদিকে ধোনি পেয়েছেন ৭.৩।
#একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের নিরিখে  সৌরভ পেয়েছেন ৬.৮ পয়েন্ট, সেখানে ধোনির পয়েন্ট ৮.১।
#বিদেশে টেস্ট জয়ের নিরিখে সৌরভ অবশ্য টেক্কা দিয়েছেন ধোনিকে। ধোনির পয়েন্ট যেখানে ৫.৫ সেখানে সৌরভের পয়েন্ট ৭.২।
#যে দল রেখে গিয়েছেন সেই নিরিখে সৌরভ পেয়েছেন ৭.৮, আর ধোনি পেয়েছেন ৭.৬।
#দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সবই দিয়েছেন ধোনি। সেখানে সৌরভের আইসিসি ট্রফির সংখ্যা কম। এখানেই ধোনির পয়েন্ট ৮.৫ আর সৌরভের পয়েন্ট ৭.২।
#অধিনায়ক হিসেবে ব্যাটিং রেকর্ডে এমএসডি-র পয়েন্ট যেখানে ৭.৮ সেখানে সৌরভ গাঙ্গুলির পয়েন্ট ৭.৪।
#ভারতীয় ক্রিকেটে প্রভাব এই বিভাগে সৌরভ পেয়েছেন ৮.১। ধোনি পেয়েছেন ৭.৯।



সব বিভাগেু সংগৃহীত পয়েন্ট যোগ করে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলির চেয়ে খুব সামান্য পয়েন্টেই এগিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।



আরও পড়ুন - সৌরভকে খোঁচা দিলে, ঠিক সময়ে জবাব পেয়ে যাবেন!