নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে হতাশ করেছিলেন তিনি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) দেশকে গর্বিত করলেন অংশু মালিক (Anshu Malik)। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে এই ইভেন্ট থেকে রুপো জিতলেন অংশু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত ৫৭ কেজির ফাইনালে অংশু হেরে গেলেন ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন লুসি মারৌলির কাছে। অংশু সোনা খোয়ালেন ঠিকই, কিন্তু দেশকে রুপো এনে দিলেন হরিয়ানার বছর কুড়ির কন্যা। ফাইনাল অংশু আগ্রাসী মেজাজে শুরু করেন ঠিকই কিন্তু মার্কিনি ফ্রি-স্টাইল কুস্তিগীরের কাছে ৪-১ হারতে হয় তাঁকে।


আরও পড়ুন: প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো জেতালেন Anshu Malik


২০০৬-তে অলকা টোমার, ২০১২-তে গীতা ফোগাট এবং ববিতা কুমারী, এরপর ২০১৮-তে পূজা ধান্ডা এবং ২০১৯-এ ভিনেশ ফোগাট ব্রোঞ্জ জেতেন কুস্তির এই আসর থেকে। এই প্রথম কোনাও ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে রুপো জিতে নজির গড়লেন অংশু। যদিও এই প্রতিযোগিতার ফাইনালে উঠেই ইতিহাসে নিজের নাম লেখালেন তিনি। তবে অংশুর কীর্তি দেশ মনে রাখবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)