Wrestlers Protest: যৌন হেনস্তা থেকে শুরু করে ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক অভিযোগ! কড়া চার্জশিট দায়ের করেছে দিল্লি পুলিস
সব মিলিয়ে মোট ছ’টি অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগীরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে বিজেপি সাংসদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) প্রাক্তন সভাপতি ও বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) শাস্তি অবধারিত। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। যৌন হেনস্তা (Sexual Harassment Case) থেকে শুরু করে সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia), ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-সহ দেশের প্রথম সারির কুস্তিগীরদের মানসিক অস্বস্তিতে রাখা-তাঁর সমস্ত অভিযোগের ভিত্তিতে একাধিক প্রমাণ জমা পড়েছে দিল্লি পুলিসের (Delhi Police) হাতে। সেই রিপোর্টের ভিত্তিতেই দিল্লি পুলিসের দাবি, কোনওমতেই শাস্তি এড়াতে পারবেন না ব্রিজভূষণ। আইনের ধারা মেনেই কঠোর শাস্তি পাবেন তিনি। যদিও একটা সময় দিল্লি পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই চাইছিল না।
গত ১৫ জুন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল দিল্লি পুলিস। অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে নানা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ রয়েছে। চার্জশিটে এমনটাও উল্লেখ রয়েছে, একই কুস্তিগীরকে একাধিকবার যৌন হেনস্তা করেছেন ব্রিজভূষণ। তবে পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করে পুলিস।
সব মিলিয়ে মোট ছ’টি অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগীরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে বিজেপি সাংসদের। ইতমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে অডিয়ো এবং ভিডিয়ো প্রমাণ জমা দিয়েছেন কুস্তিগীররা। তার ভিত্তিতেই দিল্লি পুলিসের দাবি, ব্রিজভূষণের শাস্তি পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: Wrestlers vs Brij Bhushan: যৌন হেনস্থা মামলায় ব্যাপক চাপে ব্রিজভূষণ! ১৮ জুলাই কোর্টে হাজিরার নির্দেশ
আরও পড়ুন: INDW vs BANGW T20I: ৯৫-তে আটকে গিয়েও বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল হরমনের ভারত
এদিকে ব্রিজভূষণকে আগেই সমন পাঠিয়েছিল দিল্লির আদালত (Dedlhi Court)। আগামী ১৮ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে সমন পেয়েও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন যৌন হেনস্থা মামলায় বিজেপি সাংসদ! সাফ জানিয়ে দিয়েছিলেন, আদালতে হাজিরা দিতে তাঁর কোনও অসুবিধা নেই। নির্দিষ্ট সময়েই আদালতে পৌঁছবেন তিনি। ৬ কুস্তিগীরকে শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিস য়াগেই ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। এর ভিত্তিতেই সমন জারি করা হয়েছে। ব্রিজভূষণের সঙ্গে তাঁর আপ্ত সহায়ক বিনোদ তোমারকেও ডেকে পাঠিয়েছে দিল্লি আদালত।
যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গত কয়েক মাস ধরেই সরব কুস্তিগীররা। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাইছিলেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগাট-বজরং পুনিয়ারা। পাশাপাশি সভাপতির পদে একজন মহিলাকে চাইছেন মহিলা কুস্তিগীররা। তাঁদের দাবি, সেক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা যেমন এড়ানো সম্ভব, তেমনই যাবতীয় সমস্যা আরও ভালোভাবে ব্যক্ত করতে পারবেন তাঁরা। তাই এমন প্রেক্ষাপটে আদালত ব্রিজভূষণকে ডেকে পাঠানোর ব্যাপারটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের ক্রীড়া মহল।