নিজস্ব প্রতিবেদন : পুণে টেস্টে উইকেটের পেছনে নজর কেড়েছেন ঋদ্ধিমান সাহা। দুরন্ত সব ক্যাচ নেওয়ায় ফ্যানেরা তাঁকে ডাকতে শুরু করেছেন 'সুপারম্যান সাহা' বলে। রাঁচিতে নামার আগে কিপিংয়ে সাফল্যের রহস্য ফাঁস করছেন বাঙালি উইকেটরক্ষক নিজেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



২০ মাস পর জাতীয় দলে কামব্যাক করে দুরন্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন ঋদ্ধিমান সাহা। বঙ্গতনয়ের কিপিংয়ে মুগ্ধ ভারত অধিনায়কও। ভাইজ্যাগ আর পুনে দুটি টেস্টেই দুর্দান্ত সব ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। ধোনির শহরে প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টে নামার আগে তাঁর দুরন্ত উইকেটকিপিংয়ের রহস্য ফাঁস করছেন ঋদ্ধি।


রাঁচিতে নামার আগে ঋদ্ধিমান সাহা বলেন, "অনুশীলনের সময় নেটের পিছনে দাঁড়িয়ে সামি, উমেশ, অশ্বিনদের ডেলিভারি দেখি। তা থেকেই  বোলারদের সুইং বা স্পিন সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়ে থাকি।" শুধু তাই নয় তাঁর দুরন্ত ক্যাচ নেওয়ার জন্য ফিটনেস ট্রেনারদেরও কৃতিত্ব দিচ্ছেন পাপালি।


আরও পড়ুন - বোর্ড সভাপতি সৌরভকে শুভেচ্ছা ঋদ্ধির


উইকেট কিপিংয়ে নজর কেড়েছেন তিনি। শনিবার ধোনির শহরে তৃতীয় টেস্টে নামার আগে কিপিংয়ের পাশাপাশি ব্যাটেও বড় রান পাওয়ার লক্ষ্যে ঋদ্ধি।