সব্যসাচী বাগচী:  দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটল এই কয়েক পাতার কাগজে। কিন্তু এখন প্রশ্ন হল ঋদ্ধি কোথায় খেলবেন? গুজরাত টাইটান্স-এর (Gujrat Titans) হয়ে আইপিএল (IPL 2022) জেতার পর সেই গুজরাতই (Gujarat) কি তাঁর পরবর্তী ঠিকানা? নাকি ত্রিপুরা (Tripura) যাবেন? এখনও ধোঁয়াশা বজায় রাখলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশেষে গত দুই মাস ধরে চলা বিতর্কের অবশেষে সমাপ্তি ঘটল। শনিবার আনুষ্ঠানিক ভাবে বঙ্গ ক্রিকেটের (Bengal Cricket) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এ দিন দুপুর একটা নাগাদ সিএবি-তে (CAB) এসেছিলেন পাপালি। উদ্দেশ্য ছিল সংস্থার শীর্ষ কর্তাদের থেকে ছাড়পত্র আদায় করা। 


 



সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) ও যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পরেই ছাড়পত্রের কাগজ হাতে পেয়ে যান পাপালি। দুই শীর্ষ কর্তা শেষ মুহূর্তে তাঁকে থেকে যাওয়ার অনুরোধও করেছিলেন। তবে ঋদ্ধির মন গলেনি। 


বঙ্গ ক্রিকেটে জার্নি থেকে শুরু করে দল থেকে বিদায়, এক কর্তার থেকে অপমানিত হওয়া থেকে শুরু করে ভবিষ্যত পরিকল্পনা। সব ইস্যু নিয়ে জি ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন ঋদ্ধি। 


আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বুমরা না যুবরাজ? ৩৫ রান দেখে টুইট করলেন সচিন তেন্ডুলকর


আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: ডারবানের পর এজবাস্টন, বুমরার বিশ্ব রেকর্ডে হতবাক প্রাক্তন কোচ