নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) পর কোভিড (COVID-19) হানা দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরেA। করোনা আক্রান্ত হয়েছিলেন বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও দিল্লির স্পিনার অমিত মিশ্র। আর ঠিক এর পরেই বিসিসিআই (BCCI) আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। করোনা যুদ্ধে ঋদ্ধি এখনও লড়ছেন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। দিল্লিতেই আছে নিভৃতবাসে। শুক্রবার ঋদ্ধি টুইট করে নিজের সাম্প্রতিক 'হেল্থ আপডেট' দিলেন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়লেন, "Eid-ul-Fitr 2021: পবিত্র দিনের শুভেচ্ছা জানালেন Shami, শোনালেন বিরিয়ানি প্রেমের গল্প


ঋদ্ধি এদিন লিখলেন, "আমার কোয়ারেন্টিন পর্ব এখনও শেষ হয়নি। রুটিন চেক-আপে আমার দুবার করোনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে একটি নেগেটিভ ও একটি পজিটিভ এসেছে। এছাড়া আমি ভাল আছি। সকলকে অনুরোধ করব পুরোটা না জেনে ভুয়ো তথ্য ছড়াবেন না কেউ।" কিছুদিন আগে ঋদ্ধি কন্য আনভি তার বাবার জন্য মন ছুঁয়ে নেওয়ার মতো একটা স্কেচ করেছিল। ঋদ্ধি তার মেয়ের আঁকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। আনভি তাঁর বাবাকে সুপারম্যান হিসাবেই কল্পনা করেছে। আর বাবার ঘুষিতে করোনা ভাইরাস ধরাশায়ী হচ্ছে। এই ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছিলেন, "এটা আমার কাছে এই মুহূর্তে পৃথিবীর সমান। মিয়া তার শুভেচ্ছা আমাকে পাঠিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা ও বার্তার জন্য। আমার কৃতজ্ঞতা রইল।"