নিজস্ব প্রতিবেদন: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) কি আদৌ খেলতে পারবেন রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিরা (Moahmmad Nabi)? আফগানিস্তানে (Afghanistan) তালিবান রাজ (Taliban) ও সেই দেশের ক্রিকেটে তালিবানদের সরাসরি হস্তক্ষেপ মোটেও ভালভাবে দেখছে না আইসিসি (ICC)। এরমধ্যে আবার শোনা যাচ্ছে সেই দেশের ক্রিকেটারদের জার্সিতে নাকি তালিবানের পতাকা ব্যবহার করতে হবে। তেমনটা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা কার্যত অসম্ভব। এমনকি আফগানিস্তানের পূর্ণ সদস্য পদ বাতিল করতে পারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ব্রিটেনের একটি দৈনিকের খবর তেমনই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই হামিদ শিনওয়ারিকে সরিয়ে তালিবান ঘনিষ্ঠ নাসিব জাদরান খান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাথায় বসেছেন। ফলে বোঝা যাচ্ছে যে দেশের সবকিছুর সঙ্গে ক্রিকেটের নিয়ন্ত্রণও তালিবানদের হাতেই থাকবে। কিন্তু তেমনটা যদি চলতে থাকে তাহলে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলাদা ভাবনাচিন্তা করবে আইসিসি। এমনটাই জানা গিয়েছে। 


আরও পড়ুন: IPL 2021: কেন বোর্ডের দুর্নীতি দমন শাখার আধিকারিকদের নজরে দীপক হুডা? জানতে পড়ুন


হাতে এক মাসের কম সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশ ইতিমধ্যেই তাদের জাতীয় পতাকা জানিয়ে দিয়েছে। তবে রশিদ খানের দেশ এখনও সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া অস্ট্রেলিয়ার মতো দেশ ইতিমধ্যেই  আফগানিস্তানে তালিবান রাজ নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে। এরমধ্যে আইসিসি-র ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে ১২ জন যদি আফগানিস্তানের সদস্যপদ খারিজের পক্ষে ভোট দেন, তা হলে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে সেটা মানতেই হবে।  


এছাড়া আইসিসি-র নিয়ম অনুযায়ী, তাদের প্রত্যেকটি পূর্ণ সদস্যের দেশকে মহিলাদের জাতীয় দলও রাখতে হবে। কিন্তু তালিবান রশিদ খানদের দেশে শাসন শুরু করার পর থেকে মহিলা ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকারে। ফলে সব মিলিয়ে বেশ চাপে আফগানিস্তান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)