নিজস্ব প্রতিবেদন: টস জেতো ম্যাচ জেতো। মরুশহরের টি-২০ বিশ্বকাপে এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচেও তার ব্যত্যয় হল না! টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৮ বল হাতে রেখে ৭ উইকেটে সহজ জয় তুলে নিল তাঁর দল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলে ফর্মে ছিলেন না ওয়ার্নার। অবশেষে খেলায় ফিরলেন তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বোলিংকে রীতিমতো কচুকাটা করলেন অজি ওপেনার। শ্রীলঙ্কার ১৫৫ রান তাড়া করতে নেমে প্রথম ৭ ওভারেই ৭০ রান তুলে দেয় ওয়ার্নার ও ফিঞ্চ ওপেনিং জুটি। ২৩ বলে ৩৭ রানে আউট হন অধিনায়ক। ওয়ার্নার খেললেন ৪২ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। বাকি কাজটা সারলেন স্টিভ স্মিথ। তাঁর সংগ্রহ ২৬ বলে ২৮। ১৭ ওভারেই হেসে খেলে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় জয় পকেটে পুরল অস্ট্রেলিয়া। 


এ দিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৯ বলে ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার নিসঙ্কা। দলের রান তখন ১৫। এরপর কুশল পেরেরা ও চরিথ আসালঙ্কা দলকে এগিয়ে নিয়ে যান। ২৫ বলে ৩৫ রান করে আউট হন পেরেরা। আসালাঙ্কার সংগ্রহ ৩৫। খেলেছেন ২৭ বল। ২৬ বলে ৩৩ তুলে অপরাজিত থাকেন রাজাপক্ষে। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। 


আরও পড়ুন- IPL: নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)