নিজস্ব প্রতিবেদন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20)শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। আর তাই শিশির পড়ার বিষয়টি মাথায় রেখেই ভারতের (Team India)প্রথম একাদশে অতিরিক্ত স্পিনার কিংবা জোরে বোলার খেলানো হবে। এমনটাই জানিয়ে দিলেন বিরাট কোহলিদের (Virat Kohli) হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri)। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই মর্যাদার ম্যাচে নামার আগে প্রথম একাদশ নিয়ে আভাস দিলেন শাস্ত্রী । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, "এ বারের বিশ্বকাপে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। সেটা মাথায় রেখেই আমরা প্রথম একাদশে বাড়তি স্পিনার কিংবা জোরে বোলারকে খেলানো হবে। একইসঙ্গে  শিশির যেহেতু বড় ফ্যাক্টর হবে, তাই সেটা মাথায় রেখেই প্রথমে ব্যাট বা বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হবে।" 


আরও পড়ুন: T20 World Cup-র সেরা পারফরমার: যুবরাজ সিংয়ের ছয়টি ছক্কা থেকে উমর গুলের ৫ উইকেট


২০১৩ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে আর কোনও আইসিসি (ICC)ট্রফি জেতেনি 'মেন ইন ব্লু' ব্রিগেড। তবে বারবারের মতো এ বারও ফেভারিট টিম ইন্ডিয়া। ফলে প্রত্যাশার চাপ তো বাড়বেই। এটা কি বাড়তি চাপের? শাস্ত্রী অবশ্য সেটা মানতে নারাজ। বরং বলছেন, "আমাদের দলের সবাই আইপিএল খেলে এসেছে। তাই আলাদা ভাবে প্রস্তুতির কোনও দরকার নেই। সবাই একসঙ্গে থাকলেই ছন্দ ও শক্তি ফিরে পাবে। তাছাড়া এই দলে সবাই ব্যাট বা বল করার ক্ষমতা রাখে। সেটা দেখেই আমরা দল নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"  


বাবর আজমের দলের বিরুদ্ধে খেলতে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন রহিত শর্মা-ঋষভ পন্থরা। ২০ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)