নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) জিতলেই কেল্লাফতে। বিশ্বচ্যাম্পিয়ন দলকে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি (ICC)। রানার্স দল পাবে এর অর্ধেক টাকা। সুতরাং ফাইনালে রানার্স দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় বিশ্বচ্যাম্পিয়ন দল প্রায় ১২ কোটি টাকা এবং রানার্স দল পাবে প্রায় ৬ কোটি টাকা। তাছাড়া ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এ বারও প্রতিটি ম্যাচ জেতার জন্য বোনাস অর্থ দেওয়া হবে জয়ী দলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন:  IPL 2021: WT20-এর ১৫ সদস্যের ভারতীয় দলের ক্রিকেটারদের রিপোর্ট কার্ড দেখুন


আরও পড়ুন:  WT20: Virat Kohli-দের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার DRS, ঘোষণা ICC-র


 



সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দল ৪ লক্ষ মার্কিন ডলার করে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা করে পুরস্কার পাবে। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮টি দল ৭০ হাজার মার্কিন ডলার করে পাবে। প্রথম রাউন্ড থেকে যে ৪টি দল ছিটকে যাবে, তারা পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। রবিবার এই ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।  


প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচ জেতার জন্য দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে। সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ জেতার ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ দেওয়া হবে। সুপার টুয়েলভে মোট ৩০টি ম্যাচ আয়োজিত হবে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)