নিজস্ব প্রতিবেদন: অবশেষে খেলায় ফিরলেন বিরাট কোহলিরা। ক্রিকেটে এখনও দুধেভাতে আফগানিস্তানকে সহজেই ৬৬ রানে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে জিইয়ে থাকল শেষ চারে যাওয়ার আশাও। যদিও এখনও অনেক অঙ্ক বাকি। সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ বছর পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেট পেলেন দক্ষিণী স্পিনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন টসে ফের হারেন বিরাট কোহলি। ফলে প্রথমে ব্যাট করে বড় লক্ষ্য রাখতেই হত টিম ইন্ডিয়াকে। ফর্মে ফেরার জন্য যেন আফগান বোলারদের অপেক্ষায় ছিলেন রোহিত শর্মা ও কেএল রাহুল। উদ্বোধনী জুটিতে উঠল ১৪০ রান। হিটম্যানের ব্যাটে চার-ছক্কার ফুলঝুড়িতে উঠল ৪৭ বলে ৭৪ রান। ৪৮ বলে ৬৯ রান করলেন কেএল রাহুল। পাওয়ার প্লে-তে ৫৩ রান করল ভারত। প্রথম উইকেট পড়ল ১৪.৪ ওভারে। রাহুল-রোহিত ফিরতে বিরাট কোহলি এ দিন এগিয়ে দেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়াকে। দুই তরুণ রান তোলার গতি ধরে রাখেন। ১৩ বলে ২৭ করেন পন্থ। আর হার্দিক ১৩ বলে করেন ৩৫। ২০ ওভারে ভারতের রান ওঠে ২১০। 


পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। আফগান ওপেনার মহম্মদ শেহজাদকে ফেরান মহম্মদ সামি। জসপ্রীত বুমরা তুলে নেন আর এক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। ২০১৭ সালের পর দেশের জার্সিতে নেমেছিলেন অশ্বিন। ২০১৬ সাল, অর্থাৎ ৫ বছর পর প্রথম উইকেট পেলেন দক্ষিণী স্পিনার। ৪ ওভার হাত ঘুরিয়ে অশ্বিনের সংগ্রহ ১৪ রান খরচ করে ২ উইকেট। কোহলি কি এবার বুঝলেন কেন অশ্বিনের মতো বোলারকে দরকার?      


ভারতের কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন। ফলে শেষ চারে যাওয়ার আশা এখনও জিইয়ে থাকল। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে রান রেটও বাড়িয়ে নিলেন কোহলিরা। তবে সেমিফাইনালে যেতে গেলে নিউজিল্যান্ডের জেতা-হারার উপরে সব কিছু নির্ভর করবে। আশা ক্ষীণ হলেও টানা দুই ম্যাচ হারার পর আফগান-বিজয় করে প্রাক-দীপাবলির রোশনাই ভারতীয় শিবিরে।   


আরও পড়ুন-Team Bengal: কোন কারণে ক্ষুব্ধ বাংলার কোচ Arun Laal?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)