নিজস্ব প্রতিবেদন: ইতিহাসে একটা গল্প চালু আছে। রোম পুড়ে যাওয়ার সময় নাকি সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন! বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই! ভারত অধিনায়কের (Team India) ৩৩তম জন্মদিনে এমনই ভিডিও ভাইরাল হল। যেখানে দেখা যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ( WT20) জঘন্য পারফরম্যান্স করে দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়ার পরেও ম্যাচের মাঝে নেচে বেড়াচ্ছেন 'কিং কোহলি'। গত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়, অনিল কাপুরের সিনেমা 'রাম লখণ'-এর বিখ্যাত 'মাই নেম ইজ লখণ' গানে নাচলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। একইসঙ্গে এই ভিডিও ভাইরাল হতেই অনেকে হেসে লুটিয়ে পড়ছেন। আবার অনেক নেটিজেন কোহলির বিরুদ্ধে মুখর হয়ে উঠেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া বিপর্যয় হজম করার পর, গত ম্যাচে ৬৬ রানে জিতেছিল ভারত। দলের জয় তখন নিশ্চিত। গ্যালারিতে মাইকে খুব জোরে বেজেই চলেছে 
'মাই নেম ইজ লখণ'। কোহলির কানে সেই গান যেতেই অনিল কাপুরকে নকল করে নাচতে শুরু করলেন ভারত অধিনায়ক। 


আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy: দুরন্ত অলরাউন্ডার Shahbaz Ahamed, রুদ্ধশ্বাস ম্যাচে বরোদাকে হারাল বাংলা


 



সতীর্থ থেকে শুরু করে বলিউডের তারকাদের নকল করতে তাঁর জুড়ি মেলা ভার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার সময় এমন ভাবেই নেচেছিলেন কোহলি। সেই সময় অবশ্য 'ডিল ধড়ক নে দো' সিনেমার 'গাল্লা গোরিয়া' গানের তালে নেচেছিলেন তিনি। কাকতলীয় ভাবে সেটাও ছিল অনিল কাপুরের সিনেমার গান। 


পাঁচ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এ বারও ভারত বিদায়ের পথে। তফাৎ শুধু সেই সময় কোহলি শুধু দলে ব্যাটার হিসেবেই খেলতেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)