জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাইক হাতে কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final 2023)। ভারত বনাম অষ্ট্রেলিয়ার (INDIA vs AUSTRALIA) সেই মেগা ফাইনালে ধারাভাষ্যকার হিসেব দেখা যাবে সৌরভকে। তবে ব্যাপারটার মধ্যে চমক আছে। এবার ইংরেজি নয়, বরং হিন্দিতে ধারাভাষ্য দেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাজ ছাড়া হিন্দি কমেন্ট্রিতে দীপ দাশগুপ্ত, হরভজন সিং, শ্রীসন্থ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর হিসেবে ছিলেন সৌরভ। আইসিসি টুর্নামেন্ট ছাড়া অতীতেও বেশ কয়েকবার ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন দাদা।


ফলে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে হিন্দি কমেন্ট্রি জমে উঠবে সেটা বলাই যায়। সৌরভ নিজেও মুখিয়ে রয়েছেন ধারাভাষ্যকার হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য। এবার দীর্ঘ বছর পর ফের সৌরভকে মাইক হাতে দেখার অপেক্ষায় দাদা ফ্যানেরাও।


আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: কে এই ব্রিজভূষণ? বিতর্কিত বাহুবলী নেতার পুরো বায়োডেটা সামনে রাখল জি ২৪ ঘণ্টা


আরও পড়ুন: Wrestlers Protest: কুস্তিগীরদের পাশে দাঁড়াল 'কপিলস ডেভিলস', মুখ খুললেন প্রথম বিশ্বজয়ী অধিনায়ক-গাভাসকর


এর আগে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশ কিছু সময় ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ক। ইংল্যান্ডেও কমেন্ট্রি করার অভিজ্ঞতা রছেখে সৌরভের। সেই সময় ক্রিকেট বিশ্লেষণ, কাটাছেঁড়া ক্রিকেট প্রেমীদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। অল্প সময়ে ধারাভাষ্যকার হিসেবে নামও করেছিলেন সৌরভ। কিন্তু তারপর ক্রিকেটের প্রশাসনিক পদে চলে আসায় আর মাইক ধরা হয়নি সৌরভের।


এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংরেজিতে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, নাসির হুসেন, ম্যাথু হেডেন, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)