জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্ব টেস্ট ফাইনালের (ICC World Test Championship Final 2023) প্রথম তিনদিন কেটেছে নির্বিঘ্নে। তবে লন্ডনের (Londan) হাওয়া অফিস থেকে জানা গিয়েছে শনি ও রবিবার, অর্থাৎ টেস্টের শেষ দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকের দাবি, বৃষ্টির জন্য শনিবারের খেলা ভেস্তে যেতে পারে। এমনকী টেস্টের পঞ্চমদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লন্ডনে। জারি হলুদ সতর্কতা। খেলার দ্বিতীয় সেশন অর্থাৎ স্থানীয় সময় ২টো নাগাদ বৃষ্টি নামতে পারে ঝেঁপে। বৃষ্টি চলার কথা সন্ধে ৭টা পর্যন্ত। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। তবে শুধু শনিবারই নয়, রবিবার অর্থাৎ ম্যাচের শেষ দিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ।


২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় প্রায় তিন দিন বৃষ্টিতে নষ্ট হয়েছিল। খেলা হয়েছিল রিজার্ভ দিনে। আবহাওয়া দফতর থেকে শনি ও রবিবারের জন্য লন্ডন এবং তার আশপাশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ বারের ফাইনালেও রিজার্ভ দিন রয়েছে। শনি ও রবিবার বৃষ্টির জন্য সময় নষ্ট হলে সোমবার খেলা হতে পারে। যদিও সেটা নির্ভর করবে কতটা সময় নষ্ট হচ্ছে এবং আম্পায়ার মনে করছেন কি না খেলা রিজার্ভ দিনে নিয়ে যাওয়া প্রয়োজন।


আরও পড়ুন: Shardul Thakur, WTC Final 2023: 'ওভালের পিচ আন্ডারপ্রিপেয়ার্ড!' শার্দুলের বিতর্কিত বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া


আরও পড়ুন: Shardul Thakur, WTC Final 2023: ওভালে অনন্য কীর্তি! ব্র্যাডম্যান-বর্ডারকে ছুঁলেন 'লর্ড শার্দুল'


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৯ রান করে। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা ১২৩ রানে চার উইকেট হারিয়েছে। ফলে ২৯৬ রানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল। শেষ দু’দিনে ম্যাচ জিততে হলে ভারতকে দ্রুত উইকেট ফেলতে হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য টপকাতে হবে।


হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লন্ডনে। জারি হলুদ সতর্কতা। খেলার দ্বিতীয় সেশন অর্থাৎ স্থানীয় সময় ২টো নাগাদ বৃষ্টি নামতে পারে ঝেঁপে। বৃষ্টি চলার কথা সন্ধে ৭টা পর্যন্ত। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। তবে শুধু শনিবারই নয়, রবিবার অর্থাৎ ম্যাচের শেষ দিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ।


এমন পরিস্থিতিতে ভারত যদি লাঞ্চের বিরতির আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে পারে, তাহলে তা দলের পক্ষে লাভজনক হবে। কারণ ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে যুগ্ম বিজয়ী হতে পারবে ভারত ও অস্ট্রেলিয়া। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)