Sourav Ganguly, WTC Final 2023: আগ্রাসী অজিদের জন্যই খোলস ছেড়ে বেরিয়েছে ভারত, অকপটে জানালেন সৌরভ
১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৩-এর পর ২০০৭ সালে পন্টিংয়ের অধিনায়কত্বে ফের বিশ্বজয়ী হয়েছিল `ইয়েলো আর্মি`। সঙ্গে টেস্টে অজিদের দুরন্ত পারফরম্যান্স তো আছেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। ৭ জুন থেকে ওভালের (The Oval) বাইশ গজে শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023)। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্টের বল ঘাসে পড়ার আগে, বিপক্ষকে নিয়ে স্মৃতি রোমন্থনে মজে সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক মনে করেন স্টিভ ওয়া (Steve Waugh) ও রিকি পন্টিং-এর (Ricky Ponting) আগ্রাসী অধিনায়কত্ব ও তাঁদের সেই অপ্রতিরোধ্য দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে পারফর্ম করার জন্যই তাঁর আমলে ভারতীয় দলের উন্নতি হয়েছে। এই আলোচনা করতে গিয়ে মহারাজ তুলে ধরেন ২০০০ সালের দিকে অজিদের দাপিয়ে বেড়ানোর উপাখ্যান।
মেগা ফাইনালের আগে ম্যাচ সম্প্রচারকারীকে সৌরভ বলেন, "সেই সময় অস্ট্রেলিয়া দলটা সত্যি অপ্রতিরোধ্য ছিল। স্টিভ ওয়া ও রিকি পন্টিং-এর দলের সব বিভাগে ছিল একাধিক ম্যাচ উইনার। তাই এমন একটা দলকে হারাতে পারলে, ভালো পারফর্ম করতে পারলে, রান করলে, উইকেট নিলে, সর্বোপরি ওদের হারাতে পারলে আলাদা একটা তৃপ্তি পেতাম। আমার ধারণা সেই সময়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক সিরিজ খেলার জন্যই ২০০১ সালের সিরিজ আমরা জিততে পেরেছিলাম। সেবার মুম্বইতে প্রথম টেস্ট হেরে গেলেও, পরপর কলকাতা ও চেন্নাই টেস্ট জিতেছিলাম।"
আরও পড়ুন: Virat Kohli, WTC Final 2023: প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের কী পরামর্শ দিলেন বিরাট?
এখানেই থেমে না থেকে সৌরভ আরও যোগ করেন, "অনেকেই ১৯৭০ সালের ওয়েস্ট ইন্ডিজের কথা বলে। ক্লাইভ লয়েডের সেই দলকে তো সামনে থেকে দেখিনি। তবে আমি স্টিভ ওয়ার পর পন্টিংকে দেখেছি। সেই অজিদের বিরুদ্ধে খেলেছি। ওরাই আমার চোখে সেরা প্রতিপক্ষ।" '
১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৩-এর পর ২০০৭ সালে পন্টিংয়ের অধিনায়কত্বে ফের বিশ্বজয়ী হয়েছিল 'ইয়েলো আর্মি'। সঙ্গে টেস্টে অজিদের দুরন্ত পারফরম্যান্স তো আছেই। আর তাই সৌরভের চোখে সেরা হল স্টিভ ওয়া-পন্টিংয়ের আমলের অস্ট্রেলিয়া।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)