জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১, ২০২৩ সালের পর ২০২৫। পরপর তিনবার বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship) ইংল্যান্ডে (England) আয়োজিত হতে চলেছে। প্রথমবার সাদাম্পটনের (Southampton Cricket Ground) পর সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট ফাইনালের ভেন্যু ছিল ওভাল (The Oval)। তবে ২০২৫ সালে ফাইনালের ভেন্যু বদলে যাবে। দুই বছর পর ফাইনালের আসর বসবে ঐতিহ্যশালী লর্ডসে (Lords)। এমনটাই জানিয়েছে আইসিসি (ICC)। সেটা নিয়ে ইতমধ্যেই বিতর্ক তুঙ্গে। এবং এই বিতর্ক শুরু হওয়ার কারণ, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ২০৯ রানে এবারের বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023) হারের পর সাংবাদিক বৈঠকে এসে সেই ভেন্যু নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে। কেন বারবার ইংল্যান্ডেই ফাইনাল খেলে বিশ্বের সেরা দুই টেস্ট দল? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসি জানিয়েছে, এই ম্যাচের সময় দেখেই ইংল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রতিনিধি ওয়াসিম খান বলেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডারের উপর ভিত্তি করেই ফাইনালের কেন্দ্র ঠিক করা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, সেই সময়েই ফাইনাল ম্যাচ হয়। ফলে আবহাওয়ার বিচারে সবচেয়ে ভালো পরিস্থিতি থাকে ইংল্যান্ডে। যদিও আগামী দিনে অন্যান্য কেন্দ্রেও এই ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি।"


আরও পড়ুন: WTC 2023-2025: পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশে ভারতের অগ্নিপরীক্ষা, দেখে নিন পুরো সূচি


আরও পড়ুন: Mitchell Starc vs IPL: 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্রুত পতনের দিকে ঠেলে দেয়!' মিচেল স্টার্কের মহাবিস্ফোরণ


তবে এই দাবি নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাবা বসিয়েছিল বৃষ্টি। প্রায় দু’দিন খেলা বন্ধ ছিল। সদ্যসমাপ্ত ফাইনালও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আইসিসি-র দাবি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠের সুবিধা পাবে না কোনও দলই। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ইংল্যান্ড ফাইনালে উঠলে কী হবে? লর্ডসের মাঠে চেনা পরিবেশেই খেলতে নামবে বেন স্টোকসের দল। 


যদিও আইসিসি সূত্রের দাবি, ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে তাহলে বিকল্প কেন্দ্রের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় এই মেগা ফাইনাল আয়োজন করা হতে পারে। তবে এখনও ম্যাচ নিয়ে সরকারিভাবে কিছুই জানা যায়নি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)