জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডব্লিউডব্লিউই  (WWE) কিংবদন্তি মার্ক উইলিয়াম ক্যালাওয়ে (Mark Calaway)। দ্য আন্ডারটেকার (The Undertaker) নামেই রিংয়ে পরিচিত তিনি। রেস্টলিং কেরিয়ারে তিনি প্রতিপক্ষের কাছে ছিলেন ত্রাস। চারবারের প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এই খেলার সর্বকালের অন্যতম সেরা। রিংয়ে আন্ডারটেকারকে দেখলে প্রতিপক্ষ পালাতে পারলে বাঁচত। বাস্তব জীবনেও ৫৮ বছরের আন্ডারটেকার যে কতটা ভয়ডরহীন সেটাই বুঝিয়ে দিলেন তিনি। সম্প্রতি 'ডেডম্যান' ও তাঁর স্ত্রী মিশেল ম্যাক কুল (Michelle McCool) গিয়েছিলেন ছুটি কাটাতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Larry Nassar: ৭০ অ্যাথলিট তাঁর যৌন লালসার শিকার! কুখ্যাত ডাক্তারকে জেলেই কোপানো হল দশবার...



সমুদ্রে জলকেলি করছিলেন মিশেল। আচমকাই এক হাঙর চলে আসে তাঁর খুব কাছে। মিশেলের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন আন্ডারটেকার। স্ত্রীর ডাক শুনে চলে আসেন স্বামী। আর অদ্ভুত ব্যাপার, অত বড় হাঙরও আন্ডারটেকারকে দেখে লেজ গুটিয়ে পালিয়েছে। মিশেলই সেই ঘটনার বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'আমি সমুদ্রের ধারে বসে বই পড়ছিলাম। আচমকাই হাঙরের মতো দেখতে এই ভেজিটেশন চলে আসে। আমি আমার স্বামী আন্ডারটেকারকে টেক্সট করে ডেকে নিই।'


ভিডিয়ো দেখে একজন মন্তব্য করেছেন যে, ওটি নার্স হাঙর ছিল। ভয়ের কোনও ব্যাপার ছিল না। কারণ নার্স হাঙর মানুষের ক্ষতি করে না। উল্টে মানুষের থেকে তারা দূরত্বেই থাকে। অনেকে এও লিখেছেন যে, ভুলে গেলে চলবে না যে, আপনার স্বামী আন্ডারটেকার। তাঁর সঙ্গে টক্কর দেওয়ার সাহস হাঙরও করবে না। মিশেল নিজেও কিন্তু প্রাক্তন ডব্লিউডব্লিউই ডিভা ও মেয়েদের দু'বারের চ্যাম্পিয়ন। দুই প্রাক্তন রেস্টলার ২০১০ সালে বিয়ে করেছিলেন। বিগত ১৩ বছর একসঙ্গে আছেন তাঁরা। আন্ডারটেকার ১৯৯০ সালে ডব্লিউডব্লিউই-তে অভিষেক করেন। ৩০ বছরের বর্ণাঢ্য কেরিয়ার শেষ করেন ২০২০ সালে।


আরও পড়ুন: Sunil Gavaskar: 'ও আমাকে অত্যন্ত...!' রোহিতকে আর রেয়াত করলেন না সানি! ফুঁসছেন কিংবদন্তি
 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)