Yashasvi Jaiswal | WI vs IND: `কখনও প্যানিক করল না`! অভিষেকেই ইতিহাস তরুণের, মোহিত অধিনায়ক
Yashasvi Jaiswal wasn`t panicking at any stage, says Rohit Sharma: যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ে মোহিত রোহিত শর্মা। সাফ বলছেন এই মঞ্চই যশস্বীর। যার পরিচয় তিনি আগেই দিয়েছিলেন। এবার করে দেখালেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। তবে জীবন ও খেলার নিয়ম একটাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হয়। ব্রিটিশভূমে বিপর্যয় অতীত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। উইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতেছে। তিন দিনের মধ্যে খেলা শেষ করে দিয়েছে ভারত। ইনিংস ও ১৪১ রানে ক্রেগ ব্রেথওয়েটদের হারিয়ে ডব্লিউটিসি সাইকেলের শুভারম্ভ করল টিম। এই টেস্টের হাইলাইট অভিষেকেই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সেঞ্চুরি (৩৮৭ বলে ১৭১, বিদেশের মাটিতে টেস্ট অভিষেককারী ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান)। রোহিত নিজেও করেছেন সেঞ্চুরি। অন্যদিকে আর অশ্বিন (Ravichandran Ashwin) দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ডজন উইকেট। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিয়েছেন দুই ইনিংসে পাঁচ উইকেট। সার্বিক ভাবে ম্যাচ ও প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে রোহিত ম্যাচের পর বক্তব্য রেখেছেন। তারই নির্বাচিত অংশ তুলে ধরা হল এখানে।
নিজের সেঞ্চুরি ও দলের পারফরম্যান্স: দেশের জন্য যে কোনও রান করাই স্পেশ্যাল। তবে আমি বলব আমাদের বোলিং ছিল দুরন্ত। ১৫০ রানে ওদের গুটিয়ে দিতেই ম্যাচ আমাদের হাতে চলে আসে। এরকম উইকেটে ব্যাটিং কিছুটা কঠিন হতে চলেছে, তা আমাদের জানা ছিল। কিন্তু আমরা আমাদের কাজটা করেছি। বেশ ভালো বল করেছি। আমরা লম্বা সময়ের জন্য ব্যাট করে ৪০০-র বেশি রান করতে চেয়েছিলাম। সেটাই করেছি।
যশস্বীর ব্য়াটিংয়ের সম্বন্ধে রোহিত: যশস্বীর প্রতিভা আছে। আমরা সবাই জানি। বিগত কয়েক বছরে ও দেখিয়েছে যে, ও বড় মঞ্চের জন্যই তৈরি। যশস্বী যেমন ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে, তেমনই ওর মানসিকতারও পরীক্ষা হয়েছে। কোনও সময় প্যানিক করেনি। একবারও দেখে মনে হয়নি সেটা। নিজের ব্যাটিং উপভোগ করেছে। আমি শুধু ওকে মনে করিয়েছি যে, এই মঞ্চ তোমার। আমার কাজই ছিল ওকে বলা যে, তুমি কঠোর পরিশ্রম করেছ। এবার উপভোগ কর নিজের সময়।'
ঈশান কিশানকে সুযোগ ও ডিক্লেয়ার: ডিক্লেয়ার করার আগে আমি দলকে বলেছিলাম যে, আমাদের আর এক বা তার বেশি কিছু ওভার আছে হাতে। আমি চেয়েছিলাম ঈশান কিশান রান করুক। কারণ ২০ বল খেলে রান করতে পারেনি। আমি চেয়েছিলাম ও টেস্ট ক্রিকেটে প্রথম রানের স্বাদ পাক। তারপরেই ডিক্লেয়ার করা যাবে। আমি বুঝি প্রথম টেস্ট খেলতে কী রকম স্নায়ুর প্রয়োজন হয়। ঈশান আগের দিন থেকে রানের অপেক্ষায় ছিল। আমি চেয়েছিলাম ও দ্রুত রান করুক আমাদের ডিক্লেয়ার করার আগে।
রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের জুটি: জাদেজা আর অশ্বিনের জুটি নিয়ে আর কী বলব! ওদের রেজাল্টই ওদের হয়ে কথা বলে। দীর্ঘদিন ধরেই ওরা এই কাজ করে আসছে। ওরা জানে যে ঠিক কী ওদের থেকে চাওয়া হয়। সেভাবে কিছু বলতেও হয় না। মাঠে নেমে ওদের স্বাধীনতা দিতে হয় নিজেদের প্রকাশ করার জন্য়। এরকম পিচে ওদের অভিজ্ঞতা আমাদের কাছে বিলাসিতার মতো। অশ্বিন ও জাদেজা দু'জনেই অসাধারণ বল করেছে। তবে অশ্বিনের কথা আলাদা করে বলতেই হবে।
তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকল ভারত: নতুন ডব্লিউটিসি সাইকেল শুরু হল। শুরুটা ভালো করতে পারলে সবসময় ভালোলাগে। আমরা পিচ বা পরিবেশ নিয়ে কখনও ভাবি না। মনে হয় এই পিচে সত্যিই ভালো খেলেছি। এই মোমেন্টামটা দ্বিতীয় টেস্টে ধরে রাখতে হবে। দলে নতুন কিছু প্লেয়াররা রয়েছে। তবে এরকম প্লেয়ার আছে যারা অনেকদিন খেলেনি। ফলে গেমটাইম দরকার। তবেই সব বক্সে টিক দেওয়া যাবে।
২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট।
আরও পড়ুন: Yashasvi Jaiswal | WI vs IND: সেঞ্চুরিতে স্বপ্নের টেস্ট অভিষেক! যে সাত রেকর্ডে নাম জুড়ল যশস্বীর