নিজস্ব প্রতিবেদন:আইপিএল কোয়ালিফায়ার টু-তে (Qualifier 2) গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও এলিমিনেটর জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals)। কিন্তু রাজস্থানের কাছে ৭ উইকেটে হেরেই এবারের মতো আইপিএল অভিযান শেষ হয় আরসিবি-র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মহারথী বিরাট কোহলি (Virat Kohli) টুইটারে ফ্যানদের বিরাট বার্তা দিলেন। টিমের ও নিজের একাধিক ছবি কোলাজ করে কোহলি লেখেন, "কখনও আমরা জিতি, কখনও জিততে পারি না। কিন্তু আপনারা টুয়েলভথ ম্যান আর্মি। সবসময় অসাধারণ। আমাদের এই অভিযানে শুরু থেকে সমর্থন করেছেন। ক্রিকেটকে আপনারাই স্পেশ্যাল করেছেন। শেখার কোনও শেষ নেই। ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজির সকল সদস্যকে অনেক ধন্য়বাদ। পরের মরশুমে দেখা হবে।"




কোহলি কোয়ালিফায়ার টু-তে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান। যার জন্য় ফের একবার সমালোচিত হন তিনি। গত ১৫ বছরের আইপিএল (IPL) কেরিয়ারে এবার সবচেয়ে খারাপ সময় কাটালেন কোহলি। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৪১ রান। সঙ্গে রয়েছে মাত্র দুটি অর্ধ শতরান। গড় ২২.৭৩। স্ট্রাইক রেট ১১৫.৯৯। ২০১২ সালের পর এ বারই সবচেয়ে খারাপ পারফর্ম করেছেন ‘কিং কোহলি’।


আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: বারবার ‘বিরাট’ ভুল, গর্জে উঠলেন Virender Sehwag, Sanjay Manjrekar


আরও পড়ুনVirat Kohli: শোকবিহ্বল কোহলি, লাদাখে মৃত জওয়ানদের শ্রদ্ধায় করলেন আবেগি টুইট


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)