ওয়েব ডেস্ক: অধিনায়কত্ব থেকে অব্যাহতি! লিমিটেড ওভারের ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে, ভারতীয় ক্রিকেটের সর্ব নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের এই বিবৃতির ৪৮ ঘণ্টা পর ধোনিকে ট্যাগ করে টুইট করলেন বিরাট কোহলি। "তুমিই আমার ক্যাপ্টেন থাকবে", টুইট ভারতের টেস্ট দলের অধিয়ানক বিরাট কোহলির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 



 


 


ইংল্যান্ড বনাম ভারতের ওডিআই সিরিজের আগে ধোনির সিদ্ধান্তে অবাক হয়েছেন বিরাট। যেমনটা হয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজে, যখন ম্যাচ বাঁচিয়ে ড্রেসিং রুমে এসে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন দলকে। তখনও নিশব্দেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, এবারও অধিনায়কত্বের মুকুট নামিয়ে রাখলেন নিজের স্বভাবজাত ভঙ্গিতেই। ১৯৯ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করার পর ধোনি থামলেন, তবে ক্রিকেটে আছেন, লড়াইয়েও আছেন। ধোনির অধিনায়ক পদ থেকে সরে আসার পর শূন্য স্থান পূরণ করতে চলেছেন বিরাট কোহলি, এমনটাই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিরাটের হাতে ব্যাটন তুলে দেওয়া কেবল সময়ের অপেক্ষা, মন করছে ক্রিকেট মহল।