নিজস্ব প্রতিবেদন : আইপিএল-এর কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে রবিবারই অভিষেক হয়েছে আরসিবি-র স্পিনার প্রয়াস রায় বর্মনের। মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে জনপ্রিয়তম ক্রিকেট লিগে খেলে ইতিহাস গড়ে ফেলেছেন এই বাঙালি ক্রিকেটার। প্রতিশ্রুতিবান এই ক্রিকেটার খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন সমান তালে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের মাঝেই রয়েছে প্রয়াসের CBSE বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা। দোসরা এপ্রিল, মঙ্গলবার আইপিএলে আরসিবি-র খেলা রয়েছে রাজস্থানের বিরুদ্ধে জয়পুরে। পরের দিন সকালেই জয়পুর থেকে কলকাতায় ফিরে আসবেন প্রয়াস। বৃহস্পতিবার পরীক্ষা দিয়েই তিনি ফিরে যাবেন বেঙ্গালুরু। কারণ শুক্রবারই চিন্নাস্বামীতে আরসিবি-র ম্যাচ রয়েছে কেকেআর-এর বিরুদ্ধে।


 



আইপিএল চলাকালীনই অবসর সময়ে পড়ার কাজটা সেরে রাখছেন কমার্সের ছাত্রটি। খেলা আর পড়া দুটোকেই সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার উদীয়মান এই অলরাউন্ডার। 


আরও পড়ুন -  IPL 2019, KXIPvDC: মোহালিতে মহারণ, মুখোমুখি দিল্লি-পঞ্জাব