নিজস্ব প্রতিবেদন: পৃথিবীর ইতিহাসে এটাই বোধহয় একমাত্র নথিবদ্ধ রেকর্ড, যেখানে অনুর্ধ ১৫ প্রতিযোগিতায় এক ওভারে ৭টি ছয়ের রেকর্ড গড়লেন কোনও ক্রিকেটার। হ্যাঁ। ঠিকই পড়েছেন। এক ওভারে ৭ ছক্কার রেকর্ড। গত ৯ ডিসেম্বর এমনই বিস্ময় তৈরি করল শ্রীলঙ্কার অনুর্ধ ১৫ দলের ক্রিকেটার নভিন্ধু পসরা (Navindu Pahasara)। তরুণ তুর্কির এমন ব্যাটিংয়ে বিস্মিত ক্রিকেট কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন। ৮৯ বলে নভিন্ধু পসরার বিধ্বংসী ১০৯ রানের ইনিংস দেখার পর মুথাইয়া নিজে ওই খুদে ক্রিকেটারকে পুরস্কৃত করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রোহিতের সেঞ্চুরির নাম রিতিকা


সম্প্রতি শ্রীলঙ্কায় শুরু হয়েছে অনুর্ধ ১৫ ক্রিকেট প্রতিযোগিতা। যার নাম রাখা হয়েছে মুরলি গুডনেস কাপ। এই প্রতিযোগিতায় এমন বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন নভিন্ধু পসরা। তরুণ তুর্কির বিধ্বংসী শতরানে ম্যাচ জেতে তার দল। উল্লেখ্য, নভিন্ধু পসরা শুধু অনুর্ধ ১৫-ই নয় অনুর্ধ ১৯ স্কুল ক্রিকেটেও অংশ নিয়েছেন।    


আরও পড়ুন-  ডবলের ট্রিপল করে ইতিহাসে 'হিটম্যান'