যুবভারতীই সেরা দরাজ সার্টিফিকেট ফিফার
নিজস্ব প্রতিবেদন: ফিফার সার্টিফিকেট পেল যুবভারতী ক্রীড়াঙ্গন। যুব বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর মধ্যে যুবভারতীকেই সেরা বাছল তারা।
প্রতি ম্যাচের পর ম্যাচ আয়োজনের ব্যাপারে পর্যালোচনা করে বিশ্বফুটবলের সর্বময় সংস্থা। খুঁটিয়ে দেখে ভুল ক্রুটি গুলো। ইতিমধ্যেই যুব বিশ্বকাপের ছয় ভেন্যুতে দুটো করে ম্যাচ হয়ে গেছে। দিল্লি,মুম্বই,গুয়াহাটি,কোচি,গোয়াকে ছাপিয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে সবার আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। সংস্কার হওয়ার পর এমনিতেই ভারতের সেরা স্টেডিয়ামে যুবভারতী। এই মুহুর্তে সল্টলেট স্টেডিয়াম টেক্কা দিতে পারে বিশ্বের যেকোনও সেরা স্টেডিয়ামের সঙ্গে। সেটা যুবভারতী সম্পর্কে ফিফার মূল্যায়ন থেকেই পরিষ্কার।