ব্রডের ৫০০ উইকেট নিয়ে ছয়-ছক্কা হাঁকানো যুবরাজ সিং কী বললেন?
বিশ্বের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন স্টুয়ার্ট ব্রড।
নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন স্পর্শ করেছেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ১৪০ তম টেস্টে এই নজির গড়েন তিনি। বিশ্বের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইতিমধ্যেই প্রশাংসার বন্যায় ভাসছেন তিনি। সেই ব্রডকে শুভেচ্ছা জানালেন এবার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিং।
১৩ বছর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। তারপর থেকেই ব্রডের প্রসঙ্গে যুবি কিছু বললে সবাই ছটা ছক্কার প্রসঙ্গ টেনে আনেন। ব্রডের সাফল্যকে কুর্নিশ জানিয়ে সকলকে শুভেচ্ছা জানাতে আহ্বান করেছেন যুবরাজ সিং।
টুইট করে যুবরাজ লিখেছেন, "আমি নিশ্চিত যখনই আমি স্টুয়ার্ট ব্রডের ব্যাপারে কিছু লিখি তখন সবাই এর সঙ্গে ছয় ছক্কার সম্পর্ক খুঁজতে যায়। আজ আমি সব ভক্তদের অনুরোধ করছি তার এই কীর্তিকে শুভেচ্ছা জানান।"
পাশাপাশি যুবরাজ আরও লিখেছেন, "৫০০উইকেট কোনও রসিকতা নয়। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। একাগ্রতা এবং সংকল্প। তুমি একজন কিংবদন্তি! তোমাকে টুপি খুলে সম্মান জানাই।"