নিজস্ব প্রতিবেদন: ‌পারিবারিক হিংসার মামলায় ফাঁসলেন ‌যুবরাজ সিং। মামলাটি করেছেন ‌যুবরাজের ভাইয়ের স্ত্রী আকাঙ্খা সিং। অভিযোগ দায়ের হয়েছে ‌যুবরাজের ভাই ‌যোরাভার সিং, ‌যুবরাজের মা শবনম সিংয়ের বিরুদ্ধেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২১ অক্টোবর গুরুগ্রাম আদালতে ওই মামলার প্রথম শুনানি হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। বিগ বস ১০ এর প্রতি‌যোগী আকাঙ্খা এ ব্যাপারে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি। তবে তাঁর আইনজীবী স্বাতী সিং মামলার কথা স্বীকার করেছেন।


আরও পড়ুন-আবার বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন


কীভাবে পারিবারিক হিংসার মামলায় জড়িয়ে গেলেন ‌যুবরাজ? স্বাতী জানিয়েছেন, আকাঙ্খার ওপর মানসিক অত্যাচার করা হয়েছে। যুবরাজ সেই অত্যাচারের সাক্ষী।


আকাঙ্খার আইনজীবী আরও জানিয়েছেন, বহুদিন ধরেই ‌যোরাভার ও তার মা শবনম আকাঙ্খার উপর গর্ভবতী হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ওই কাজ সামিল ছিলেন ‌যুবরাজও। চোখের সামনে সেই ঘটনা দেখলেও যুবরাজ কোনও প্রতিবাদ করেননি তিনি। নীরব দর্শক হয়ে ছিলেন। তাই অভিযোগ দায়ের হয়েছে যুবরাজের বিরুদ্ধেও।


আরও পড়ুন-ব্যাপক ছাড়েও ক্রেতা নেই, ধনতেরাসে সোনার বিক্রি পড়ল ৩০ শতাংশ