নিজস্ব প্রতিবেদন : জাতীয় দলে ফেরার দরজা যে তাঁর কার্যত বন্ধ সেটা ভালোমতোই বুঝে গিয়েছেন ২০১১ সালে বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং। ২০১৯ সালে বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে একবার জাতীয় দলে ফেরার সবরকমের চেষ্টা করেছিলেন যুবি। কিন্তু নির্বাচকদের নজরে পড়ার জন্য যে যথেষ্ট নয় সেটা বোঝাই গিয়েছে। আইপিএলেও নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত মুম্বই দলে নেয়। তাও আইপিএলে খেলেছেন শুরুর দিকে হাতে গোণা কয়েকটি ম্যাচ। সেই যুবরাজ এবার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার একপ্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আবেদন জানাতে পারেন যুবি। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ভাবনা চিন্তা করে ফেলেছেন যুবরাজ সিং। তবে আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলিতে খেলার কথা ভাবছেন তিনি। জাতীয় দলের রেজিস্টার টি-টোয়েন্টি ক্রিকেটার যুবি। তাই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও জাতীয় দলের একজন সক্রিয় ক্রিকেটার হিসেবেই থেকে যাবেন যুবরাজ। যুবরাজের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হবে সেটা খতিয়ে দেখতে হবে বলছেন এক বোর্ড কর্তা। আর সেই কারণেই বোর্ডের কাছে অনুমতি চাইবেন তিনি। বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দিলেই ইউরোপ, কানাডাসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে তিনি খেলতে পারবেন। এমনকী দুবাইয়ে টি-টেন লিগেও খেলতে পারেন তিনি।    


আরও পড়ুন - ICC World Cup 2019: ইয়র্কারেই বিশ্বকাপে মাত দিতে চান মহম্মদ শামি