Virat Kohli র মিম শেয়ার করে সুকৌশলে বার্তা দিলেন Yuvraj Singh
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) অবদান অনস্বীকার্য। ২০০৭ -এ অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে যুবির এক ওভারে ছয় ছক্কা হাঁকানো আজ চলমান ইতিহাস হয়ে গিয়েছে। সেবার ভারত কুড়ি ওভারের বিশ্বকাপও জেতে। পঞ্জাব পুত্তর নিজের জাত চিনিয়ে ছিলেন। এর চার বছর পর এমএস ধোনির ভারত ৫০ ওভারের বিশ্বকাপও জেতে। টুর্নামেন্টের সেরা হয়েছিলেন যুবরাজ। তিনি এমন একটা ক্রিকেটার যে, ফ্যানরা আজও ভারতীয় দলে তাঁর অভাব অনুভব করেন। একই ভাবে যুবরাজও দেশের জার্সিতেই মজে আছেন। যুবরাজের আলাদাই একটা প্রভাব ছিল দলে।
আরও পড়ুন: T20 WC Final: সুবর্ণ সুযোগ Warner র সামনে, ছাপিয়ে যেতে পারেন Kohli কে
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ। এরপর তাঁকে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি (GT20 Canada)লিগ ছাড়াও চলতি বছর রোড সেফটি সিরিজে খেলতে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে আগামী বছর ফের গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নামতে পারেন তিনি। তবে জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন বিশ্ববন্দিত অলরাউন্ডার সদ্যই বিরাট কোহলি সংক্রান্ত একটি মিম শেয়ার করেছেন। কোথাও সুকৌশলে তিনি বার্তা দিলেন যে, আজও ভারতীয় মিডল অর্ডারে তাঁর কোনও বিকল্প নেই। যুবরাজ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে, মিম শেয়ার করেছেন সেখানে বোঝানো হচ্ছে যে, অনুষ্কা শর্মা (Anushka Sharma) ভাবছেন যে, বিরাট হয়তো অনান্য মেয়েদের কথা ভাবছেন, অন্যদিকে কোহলি ভাবছেন যে, যুবরাজ থাকলে ভারতের মিডল অর্ডার আরও ভাল হত। এই মিম ফ্যানেদের মন কেড়ে নিয়েছে। অনেকেই যদিও দমফাটা হাসির উপাদান খুঁজে পেয়েছেন এই মিমে। তবে হতেই পারে মিম, যুবি কিন্তু আসল বার্তাটা দিয়েই দিলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)