Yuvraj Singh: Team India-র কোন তারকার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ? জানতে পড়ুন
একটা সময় বিরাট কোহলি সব ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মাকে (Rohit Sharma) তিনি দারুণ পছন্দ করেন। কিন্তু এহেন ‘হিটম্যান’-এর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে ফের একবার নিজেকে বিতর্কে জড়ালেন যুবরাজ সিং (Yuvraj Singh)। যুবির দাবি, রোহিতের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া একটা আবেগপূর্ণ সিদ্ধান্ত!
যুবরাজ বলেন, “রোহিত একজন দুর্দান্ত নেতা হলেও ওকে টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তটি আবেগপূর্ণ। কারণ রোহিত চোটপ্রবণ। ওর লাগাতার চোট পাওয়ার জন্য দল ও নেতা রোহিত দুই পক্ষই সমস্যায় পড়বে।“
সোশ্যাল মিডিয়ার যুগে যুবরাজের এমন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। কারণ তিনি রোহিতের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। চলতি আইপিএল-এ (IPL 2022) রোহিত ও তাঁর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একেবারেই ছন্দে নেই। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাঁর দল ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। তবে এই রোহিতই অধিনায়ক হিসেবে মুম্বইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন। ফলে বিরাট কোহলির (Virat Kohli) থেকে জাতীয় দলের সব ফরম্যাটের ব্যাটন এখন তাঁর হাতে।
তবে অধিনায়ক রোহিতের গুন নিয়ে আলোচনা করার পাশাপাশি তাঁর ফিটনেস সমস্যা নিয়েও খোলামেলা মন্তব্য করলেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অলরাউন্ডার। যুবরাজ আরও যোগ করেন, “অধিনায়ক হিসেবে রোহিত দারুণ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ওকে আরও একবার খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। রোহিত খুব ভাল চিন্তাবিদ, খুব ভাল অধিনায়ক। আমার মতে ওকে আরও আগে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু বিরাট কোহলি এত ভাল ফল করার জন্য রোহিত সুযোগ পাচ্ছিল না। তবে আমি মনে করি, বিরাট ইস্তফা দেওয়ার পর রোহিতের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত। কারণ রোহিত চোটপ্রবণ।“
তিন ফরম্যাটেই এখন টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দিচ্ছেন রোহিত। টেস্ট অধিনায়কের তালিকায় কে এল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনের নাম থাকলেও অভিজ্ঞতার কারণে রোহিতকে নির্বাচকরা সর্বসম্মতভাবে বেছে নিয়েছিলেন। কিন্তু ফিটনেসের সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করা রোহিতকে টেস্ট অধিনায়ক হিসেবে মানতেই পারছেন না যুবরাজ।