জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচের মতো ফের একবার দাপট দেখাল ভারতীয় বোলিং লাইন আপ। শুধু বদলে গেল ভেন্যু। সে বার ওভালে দাপট দেখিয়েছিলেন জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। এ বার 'হোম অফ ক্রিকেট' লর্ডসে স্পিন ম্যাজিক দেখালেন যুজবেন্দ্র চাহাল। তাঁর লেগ স্পিনের কাছে অসহায় আত্মসমর্পণ করল জস বাটলারের ইংল্যান্ড। ফলে ৪৯ ওভারে ২৪৬ রানে থেমে গেল সাহেবদের ইনিংস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিপক্ষের টপ অর্ডারের তিন প্রধান ব্যাটার জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকসকে আউট করে ইংরেজদের শুরুতেই ধাক্কা দেন চাহাল। নিলেন ৪৭ রানে ৪ উইকেট। হার্দিক পান্ডিয়ার ঝুলিতে এল ২৮ রানে ২ উইকেট। গত ম্যাচের নায়ক বুমরার নিলেন ৪৯ রানে ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শামি ও প্রসিদ্ধ কৃষ্ণা। 


ইংরেজদের হয়ে সর্বাধিক ৪৭ রান করেন মঈন আলী। ডেভিড উইলি করেন ৪১ রান। ভারতকে এই ম্যাচ জিতে সিরিজ দখল করতে হলে ২৪৭ রান করতে হবে। 


আরও পড়ুন: Sachin Tendulkar and Sourav Ganguly | ENG vs IND: ফের একবার মাঠে দুই ওপেনার সচিন-সৌরভ


আরও পড়ুন: Exclusive | Ravichandran Ashwin : অশ্বিনের 'ব্লাইন্ড স্পট' ইস্যুর পাশে বাংলার তিন স্পিনার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)