করোনাক্রান্ত বাবা-মা, ইনস্টাগ্রামে আবেগ ধরে রাখতে পারলেন না Yuzvendra Chahal
ইনস্টাগ্রামে মা-বাবা ও স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে চাহাল লিখলেন, `আসল মানুষগুলোকে কাছে রেখে দাও।`
নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ধনশী বর্মা (Dhanashree Verma) জানিয়েছেন যে, যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বাবা-মা করোনাক্রান্ত। কোভিড (COVID-19) ঝড় আছড়ে পড়েছে চাহালের পরিবারেও। ভারতীয় দলের লেগস্পিনার নিজের প্রিয় দুই মানুষের অসুস্থতায় আবেগি হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে মা-বাবা ও স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখলেন, "আসল মানুষগুলোকে কাছে রেখে দাও।"
আরও পড়ুন: সর্বকালে সেরা IPL একাদশ বেছে নিলেন Jos Buttler, এগারোর মধ্যে ভারতেরই ৭, নেই Raina!
চাহালের বাবা গুরুতর উপসর্গ নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে চাহালের মা বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। চাহালের স্ত্রী ধনশ্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন যে, তিনি হাসপাতালে গিয়ে দেখেছেন যে, সবচেয়ে খারাপ কী হতে পারে! তাই তিনি সকলকে সবরকম সাবধানতা মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি বাড়িতে থেকেই পরিবারের প্রতি আরও যত্নশীল হওয়ার আবেদন করেন তিনি।
অন্যদিকে ভাগ্যের এমনই করুণ পরিহাস যে, মাত্র ১৪ দিনের মধ্যে নিজের মা ও বোনকে হারিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের দুই প্রিয় মানুষ করোনাক্রান্ত হয়ে চলে গিয়েছেন। ভেঙে পড়েছেন বেদা।