নিজস্ব প্রতিবেদন:  অগাস্ট মাসেই পেশায় চিকিত্সক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন যুজবেন্দ্র চাহাল। বাগদানের পর থেকেই খবরের শিরোনামে ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর হবু স্ত্রী ধনশ্রী ভার্মা। আইপিএল চলাকালীন দুবাই গিয়েছিলেন ধনশ্রী। আরসিবি টিমের সঙ্গে সময় কাটান তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক রোমান্টিক ছবি পোস্ট করেন দুজনেই। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিয়ের আগেই একের পর এক নিজেদের রোমান্টিক এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে চলেছেন চাহাল এবং ধনশ্রী। আর তা ভাইরাল হতে বেশি সময় নেয় নি। সিডনিতে কোয়ারেন্টিনে থাকার সময় এবার রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করলেন চাহাল।


 




ইনস্টাগ্রাম সমুদ্র সৈকতে দুজনের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, আমি তোমার সঙ্গে হাঁটতে চাই। শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। সঙ্গে দুটো হার্ট ইমোজি। আর এই ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।



আরও পড়ুন - টিম ইন্ডিয়ার কাছে টেস্ট সিরিজে হার আজও যন্ত্রণা দেয় টিম পেইনকে!