ওয়েব ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে জয় পেল জিম্বাবোয়ে। টানা বেশ কয়েকটা ম্যাচে টেস্ট খেলিয়ে দেশুগুলির কাছে হারের পর জিম্বাবোয়ে জিতল বাংলাদেশের কাছে। খুলনায় টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে হ্যামিলটন মাসাকাদজার দল হারাল ৩১ রানে। চার ম্যাচের টি২০ সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ২-১। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে করেছিল ১৮৭ রান।


ম্যালকম ওয়েলার দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ১৫৬ রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সাবির রহমানের (৫০)। সিরিজের শেষ তথা চতুর্থ টি২০ ম্যাচ শুক্রবার, খুলনায়।