ব্যুরো: থেমে গেল রিয়াল মাদ্রিদের স্বপ্নের দৌড়। স্প্যানিশ ফুটবলে রেকর্ড গড়ে পরের ম্যাচেই হেরে গেল জিনেদিন জিদানের দল। টানা চল্লিশটা ম্যাচ অপরাজিত থাকার পর রবিবার রাতে লা লিগায় হারল ইউরোপ চ্যাম্পিয়নরা। আরও পড়ুন- আমেদাবাদে তৈরি হচ্ছে 'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ, খরচ ৭০০ কোটি 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সেভিয়ার কাছে এক-দুই গোলে হেরে  থামল রিয়ালের অশ্ববেধের দৌড়। চারদিনের ব্যবধানে সেভিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল। নিজেদের ডেরায় সেভিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে জিদান ব্রিগেডকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পঁচাশি মিনিট পর্যন্ত এগিয়ে ছিল রিয়াল। শেষ পাঁচ মিনিটে নাটকীয় পট পরিবর্তন। সেভিয়াকে ম্যাচে ফেরায় রিয়ালই। সার্জিও র‍্যামসের আত্মঘাতী গোলে ম্যাচের স্কোর হয় এক-এক। ইনজুরি টাইমে জোভেটিকের গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় সেভিয়া।