ওয়েব ডেস্ক: রাম নামে জাগে গোটা পাড়া। পুকুর পাড়ের আড্ডা,  মুদির দোকান, অঙ্কের মাস্টার,  দাদু- নাতি, কাকা,  দাদা--সব্বাই রাম। বাঁকুড়া র রামপাড়ার প্রত্যেক পুরুষের নামে রাম শব্দটিই রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছোট্ট রামাশিস মুখোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়ার সানাবাঁধ গ্রামের রামপাড়ায়। বহু প্রাচীন জনপদ। একসময় ছিল মুখোপাধ্যায়দের জমিদারি। কুলদেবতা  রাম চন্দ্র। আর সেই কুল দেবতার নাম ধরেই মুখোপাধ্যায় পরিবারের প্রত্যেক ব্যক্তির নাম রাম দিয়ে। কয়েক শ বছর ধরে চলতে চলতে এখন গোটা পাড়ার সবার নামই  রাম , তাই পাড়ার নাম রামপাড়া।


রামপাড়ার সব পুরুষের নাম রাম দিয়ে, গোটা গ্রামে অহ:রহ: রাম চর্চা। তবে এরমধ্যে কিন্তু কোনও রাজনীতির গন্ধ নেই। তবে বর্তমানে রাম বিতর্কের সঙ্গে এই প্রাচীনত্বের কোনও তূলনা নেই।


দীপ প্রকাশন সংস্থার বর্ষবরণ, সম্মানিত করা হল নাট্যকার চিত্রা সেনকে