নিজস্ব প্রতিবেদন: ভারত বাংলাদেশ সীমান্তে ফের গরু পাচারকারীদের যম হয়ে দাঁড়াল বিএসএফ। মঙ্গলবার ভোররাতে মালদার বৈষ্ণবনগরে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে ১ পাচারকারীর। আহত আরও ৪। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার ভোর রাতে বৈষ্ণবনগরের শোভাপুর এলাকায় দিয়ে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল একদল পাচারকারী। গরু নিয়ে তাদের আন্তর্জাতিক সীমান্তের দিকে এগোতে দেখেই সতর্ক করে বিএসএফ। তবে তাতে কর্ণপাত করেনি পাচারকারীরা। এর পর বিএসএফ তাদের রুখতে গুলি চালালে পালটা ইট পাটকেল ছুড়তে থাকে পাচারকারীরা। 


বিএসএফ-এর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে আবু বক্কর নামে এক গরু পাচারকারীর। আহত হয়েছে আরও ৪ জন। ঘটনার পর সীমান্ত জুড়ে জারি হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে টহলদারি। 


পথ নিরাপত্তায় আরও কড়া কেন্দ্র, বেনিয়মে জরিমানা হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত


রাজ্যে পাচারের স্বর্গরাজ্য মালদা জেলা। নদীভিত্তিক সীমান্ত হওয়ায় তারকাটার বেড়া দেওয়া সম্ভব হয়নি বেশ কিছু জায়গায়। সেই জায়গাগুলিকে পাচারের কাজে ব্যবহার করে স্থানীয় দুষ্কৃতীরা। যার ফলে মাঝেমাঝেই ঘটে সংঘর্ষ।