নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ৭টি জায়গাকে আগেই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছিল রাজ্য। এই সমস্ত জায়গাতেই করোনার প্রকোপ লক্ষ্য করা গিয়েছে সর্বাধিক। এবার রাজ্যের করোনা ত্রস্ত ৯-১০টি জায়গায় সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। চিহ্নিত এই জায়গাগুলিতে অনির্দিষ্টকালের জন্যই জারি এই লকডাউন পরিস্থিতি। শুক্রবার নবান্নের বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। যদিও, এই জায়গাগুলোর নাম প্রকাশ করেনি সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্যে নতুন করে আক্রান্ত ১২, এখনও পর্যন্ত মৃত্যু ৫ জনের: মুখ্য সচিব


জানানো হয়েছে, এলাকাগুলোতে সমস্ত পরিষেবাই বন্ধ থাকবে। পাশাপাশি এই জায়গাগুলোকে কেন্দ্র করে ৫/৬ কিলোমিটার জুড়ে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। কড়া নির্দেশ, এই এলাকার বাসিন্দারা কেউ বাড়ি থেকে বেরোবে না। সতর্কতার জন্য নজরদারি চালাবে প্রশাসন। বাইরে থেকে এলাকায় ঢুকতে পারবেন না কেউ। এলাকা থেকেও বাইরে বেরোনোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। খাবার-সহ প্রয়োজনীয় সামগ্ৰী আবাসিকদের বাড়িতেই পৌঁছে দেবে সরকারের আধিকারিকরা। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব রাজীব সিনহা। করোনার পরিসংখ্যানও জানান এদিন। রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫। হোম কোরারেন্টিনেও চলছে নজরদারি।