রাজ্যে নতুন করে আক্রান্ত ১২, এখনও পর্যন্ত মৃত্যু ৫ জনের: মুখ্য সচিব

তিমধ্যেই  ২০৯৫টি কেসের পরীক্ষা করেছে রাজ্য।  এর মধ্যে ৪৫০ জন সরকারি কোয়ারেন্টাইন থেকে রিলিজ হয়েছে। 

Reported By: সুতপা সেন | Updated By: Apr 10, 2020, 06:44 PM IST
রাজ্যে নতুন করে আক্রান্ত ১২, এখনও পর্যন্ত মৃত্যু ৫ জনের: মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫। হোম কোরারেন্টিনেও চলছে নজরদারি। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজিব সিনহা। লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে। এখনও পর্যন্ত রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বস্তির বলে জানিয়েছেন তিনি।  

পাশাপাশি জানানো হয়েছে, বর্তমানে করোনা সংক্রমণে চিকিৎসাধীন ৮৯।  ইতিমধ্যেই  ২০৯৫টি কেসের পরীক্ষা করেছে রাজ্য।  এর মধ্যে ৪৫০ জন সরকারি কোয়ারেন্টাইন থেকে রিলিজ হয়েছে। নতুন করে ১১৩ জনকে ফের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ৫৬২ থেকে বাড়িয়ে ৫৮২ টি কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। হোম কোয়ারেন্টিনে রয়েচেছেন ১৩৮৮ জন। 

রাজ্যের পরিসংখ্যান প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। তাঁদের দাবি করোনায় আক্রন্ত এবং মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে রাজ্য সরকার।  এ বিষয়ে মুখ্য সচিব পাল্টা জানিয়েছেন অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হচ্ছে বুলেটিন। এতে কোনও ভুল নেই। পাশাপাশি মুখ্য সচিব এও জানিয়েছেন আইন অনুযায়ী কোনও পুরসভা মৃত্যুর কারণ নির্ধারণ করে ডেথ সার্টিফিকেট দিতে পারে না। 

.