অরূপ লাহা: একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা। গুরুতর আহত হলেন ১১ জন তৃণমূলকর্মীর। কলকাতার গার্ডেনরিচের পর এবার হুগলির গুড়াপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বাঁকুড়ার রানিবাঁধ থেকে গাড়ি ভাড়া করে একুশে জুলাইয়ের সভায় এসেছিলেন একদল তৃণমূল কর্মী। সভা শেষ হওয়ার পর যখন ফিরছিলেন, তখন গলির গুড়াপের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা।


আরও পড়ুন: Howrah Hooch Tragedy: হাওড়ায় বিষমদকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত; 'এটি একটি গণহত্যা', দাবি সুকান্তের


কীভাবে? জাতীয় সড়কে তৃণমূলকর্মীদের গাড়িটিকে পিছন থেকে একটি বাসটি। সেই বাসটিও আবার একুশের জুলাইয়ের সভা থেকে ফিরছিল! আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ দলের স্থানীয় নেতারা।


আরও পড়ুন: অসুস্থ ছেলে, স্বামীর সাথে ঝগড়ার পরই দুই সন্তান নিয়ে আত্মঘাতী গৃহবধূ


দুর্ঘটনা ঘটেছে কলকাতার গার্ডেনরিচ উড়ালপুল। একুশের জুলাইয়ের সভা থেকে ম্যাটাডোরে চেপে ফিরছিলেন তৃণমূলকর্মীরা। গার্ডেনরিচ উড়ালপুলে আচমকাই সেই ম্যাটাডোরটি উল্টে যায়! আহত হন ১২ জন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)