নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে ত্রস্ত দেশ। রাজ্যের পরিস্থিতিও ভয়ানক। পশিচমবঙ্গ জুড়ে লকডাউন জারি হয়েছে, তাতেও লাগাম টানা যাচ্ছে না সংক্রমণের ক্ষেত্রে। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। চারিদিকে শুধুই হাহাকার। সাহায্য়ের হাত বাড়াচ্ছেন বিশিষ্টরা। এরই মধ্যে ধেয়ে আসছে ইয়াস। আর করোনার মাঝেই ইয়াস মোকাবিলায় প্রস্তুত হচ্ছে রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Cyclone Yaas-এর প্রহর গুনছে রাজ্য, ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামল সেনা


মঙ্গলবার স্বাস্থ্য বুলেটিন বের হওয়ার পর দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া ১৭ হাজার ৫জন। একদিনে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৭ জন। কলকাতায় সংক্রমণ কিছুটা কমেছে। একদিনে মোট আক্রান্তের সংখ্য়া ২হাজার ৯৭৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত এখনও উত্তর ২৪ পরগণায়। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩হাজার ৪৫২ জন। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়ায় , সেখানে আক্রান্তের সংখ্যা ১১৬৪ জন। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরও প্রায় হাজারের কাছাকাছি।  


আরও পড়ুন:গ্রামবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ত্রিপল-মাস্ক বিলি, YAAS মোকাবিলায় Kanti Ganguly


এদিকে মেদিনীপুরে রেড এলার্ট জারি করা হয়েছে। ইয়াসের ল্যান্ডফলের পর ওই জায়গা ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। করোনার মাঝে এহেন ঝড় আশায় চিন্তার ভাঁজ সকলের কপালে। রাজ্য প্রশাসন যদিও এর সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রতিদিন নাড়িয়ে দিয়ে যাচ্ছে সকলকে। বেড বনা পাওয়ার চিন্তা, অক্সিজেন সময় মত না পৌছনোর আশঙ্কায় দিন কাটছে সাধরণের। যদিও আতঙ্কে নয়, সতর্ক থাকুন, বার্তা দিচ্ছেন বিশিষ্টরা।