Sarada Devi`s 172nd Birth Anniversary: কামারপুকুর থেকে বেলুড় মঠ! সাড়ম্বরে উদযাপিত হচ্ছে সারদাদেবীর ১৭২ তম জন্মতিথি উৎসব...
Holy Mother Sri Sarada Devi`s 172nd Birth Anniversary: বেলুড় মঠ থেকে মায়ের বাড়ি, জয়রামবাটি থেকে কামারপুকুর! ছবিটা এক। সর্বত্র আজ পালিত হচ্ছে মায়ের জন্মতিথি উৎসব। চলছে বিশেষ পূজা হোম, ভক্তিগীতি ইত্যাদি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেলুড় মঠ থেকে মায়ের বাড়ি, জয়রামবাটি থেকে কামারপুকুর! ছবিটা এক। সর্বত্র আজ পালিত হচ্ছে মায়ের জন্মতিথি উৎসব।
বেলুড় মঠে যেমন ভোর থেকেই চলছে মা সারদার ১৭২ তম জন্মতিথি উৎসব উদযাপন। প্রতি বছরের মতো এবারেও মহা সাড়ম্বরে উদযাপন হচ্ছে শ্রীশ্রীসারদা দেবীর জন্মতিথি। বেলুড়মঠে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় করছেন। রীতি মেনে ভোর ৪:৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মায়ের জন্মদিনের পুজো-উদযাপন। এবার দিনভর নানা অনুষ্ঠান চলবে। একদিকে যেমন মায়ের মন্দিরে চলছে বিশেষ পূজা হোম ইত্যাদি, অন্য দিকে মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, মাতৃসংগীত, শ্রীশ্রীমায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন-সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। আজ বিকেলে আছে ধর্মসভা। বেলা ১১ টা থেকে দুটো পর্যন্ত প্রসাদালয় থেকে প্রসাদ বিতরণ। সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ শ্রীশ্রী মায়ের ১৭২ তম জন্মদিনের পরিসমাপ্তি। এই উপলক্ষে আজ বেলুড় মঠ সারাদিন খোলা থাকবে।
ওদিকে শ্রী শ্রী মাতা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালন করা হচ্ছে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এই উপলক্ষ্যে সকাল থেকেই সেখানে চলছে বিশেষ পূজাপাঠ। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হচ্ছেন এখানে। চলছে মায়ের ভক্তি গীতি। এই উপলক্ষ্যে এদিন দুপুরে বেশ কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।
আরও পড়ুন: Online Puja Fraud: বাপ রে! বড় মা, তারা মা, ভবতারিণী, জগন্নাথদেবকে নিয়ে এ কী অনাচার কাণ্ড?
তবে ভক্ত ও আগত পর্যটকেরা এক ঢিলে তিন পাখি মারতে পারবেন। অর্থাৎ, কামারপুকুরে আসা মানেই তাঁরা জয়রামবাটি ও ঐতিহাসিক প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী গড় মান্দারণ পর্যটন কেন্দ্রতেও ঘুরে আসতে পারবেন। কামারপুকুরের অনতিদূরে মাত্র ৬ কিমি দূরেই অবস্থিত পুণ্যভূমি মায়ের জন্মভিটে জয়রামবাটি। আবার কামারপুকুর থেকে মাত্র ৪ কিমি দূরে অবস্থিত গড় মান্দারণ পর্যটন কেন্দ্র। তাই এই সুযোগ কাজে লাগাতেই শীতের সকালে বহু মানুষ আসছেন কামারপুকুরে।