চুঁচুড়ায় কিশোরের রহস্যমৃত্যুতে গ্রেফতার ২
চুঁচুড়ায় সালিশির মাতব্বরি ও তারপরই কিশোরের রহস্যমৃত্যুর ঘটনায় দু`জনকে গ্রেফতার করল পুলিস। বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার মৌলি পাড়ার বাসিন্দা শ্রীবাস মণ্ডলের দেহ উদ্ধার হয়। রেললাইনের পাশেই পড়েছিল গলাকাটা দেহটি। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শ্রীবাসকে। পাড়ার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল।
ওয়েব ডেস্ক : চুঁচুড়ায় সালিশির মাতব্বরি ও তারপরই কিশোরের রহস্যমৃত্যুর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিস। বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার মৌলি পাড়ার বাসিন্দা শ্রীবাস মণ্ডলের দেহ উদ্ধার হয়। রেললাইনের পাশেই পড়েছিল গলাকাটা দেহটি। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শ্রীবাসকে। পাড়ার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল।
আরও পড়ুন- পাড়ার মেয়ের সঙ্গে সম্পর্ক, সালিশি ডেকে বেধড়ক মার যুবককে, রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ
অভিযোগ, গত বুধবার শ্রীবাসকে বেধড়ক মারধর করে মেয়ের বাড়ির লোকজন। মিটমাটের জন্য সালিশি সভা ডাকা হয়, যেখানে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার সালিশি চলাকালীনও শ্রীবাসকে পেটানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির কাছাকাছি রেল লাইন থেকে মেলে শ্রীবাসের দেহ। তাকে যারা মারধর করেছিল তাদের মধ্যেই প্রমথ শিকদার ও সোনা ঘরামিকে গ্রেফতার করেছে পুলিস।