নিজস্ব প্রতিবেদন : বিজয়া দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়ির মালবাজারে। বাড়ি ফেরার পথে বাইক দুর্টনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম অবস্থায় আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ধর্ষণ করে খুন, পুজোর আলোর রোশনাই মুখ লুকাল লজ্জায়!


মালবাজার পুরসভা অফিস সংলগ্ন একটি হোটেলে ক্যাটারিংয়ের কাজ করতেন অজিত দাস ও মহম্মদ আজাদ। শুক্রবার দশমীর রাতে হোটেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন অজিত ও আজাদ। রাত তখন প্রায় ২টো। বাইকে করে বাড়ি ফিরছিলেন ওঁরা। সঙ্গে ছিলেন হোটেলের আরও এক কর্মী।


আরও পড়ুন, দশমীর রাতে মদ্যপান করে বাড়িতে ঢোকে ভাই, নৃশংসতার নজির গড়ল দুই দাদা


জানা গিয়েছে, সেইসময় মালবাজারের হাড়িয়া মোড় এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে বাইকটি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। মৃতদের নাম অজিত দাস, বয়স ৩৫ বছর এবং মহমম্দ আজাদ, বয়স ১৮ বছর।


আরও পড়ুন, হাত ছেড়ে বাইক নিয়ে স্টান্ট! মর্মান্তিক পরিণতি দ্বিতীয় হুগলি সেতুতে


বাইকের অপর আরোহী গুরুতর জখম হন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় ঘরের ২ ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মালবাজার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড।