ওয়েব ডেস্ক : স্বাস্থ্য শিবির করতে গিয়েছিলেন। প্রেসক্রিপশন দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রেফতার হল ২ জন। অভিযোগ, গতকাল নদিয়ার হাঁসখালির মুড়াগাছায় একটি স্বাস্থ্য শিবির চলছিল। সেখানে আসেন কানু বিশ্বাস ও এ কে দাস নামে ওই দুই চিকিত্সক। ৩০ টাকা নেওয়া হয় রোগীদের নাম নথিভুক্ত করতে। এরপর ওষুধেরও দাম প্রায় দ্বিগুণ নেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়াতে থাকে। দুই চিকিত্সকের নামের পাশে MBBS লেখা থাকলেও তাদের রেজিস্ট্রেশন নম্বর লেখা ছিল না। তখনই সন্দেহ হয় গ্রামবাসীদের। পুলিসে খবর দেন তাঁরা। এরপর পুলিস গিয়ে গ্রেফতার করে ওই ২জনকে। জানা গিয়েছে, দুজনেরই বাড়ি হুগলিতে।


আরও পড়ুন, নতুন করে উত্তেজনা পাহাড়ে; পুলিস-মোর্চা সংঘর্ষে রণক্ষেত্র পাতলেবাস