পুরভোটের আগে শুভেন্দুর গড়়ে ভাঙন, BJP ছেড়ে তৃণমূলে ২ প্রাক্তন কাউন্সিলর
বছর ঘুরতে না ঘুরতেই মোহভঙ্গ!
নিজস্ব প্রতিবেদন: কাঁথি পুরসভা দখলে রাখতে পারবেন তো? পুরভোটের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে গেরুয়াশিবিরের ভাঙন। বিজেপি (BJP) ছেড়ে সদলবলে তৃণমূলে (TMC) যোগ দিলেন ২ প্রাক্তন কাউন্সিলর।
একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তখন দল ছেড়েছিলেন কাঁথি পুরসভার ১৫ জন কাউন্সিলরও। বিজেপিতে যোগ দিয়েছিলেন সকলেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মোহভঙ্গ! পুরভোটের আগে ফের ঘাসফুল শিবিরে নাম লেখালেন কাঁথির দুই প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি ও সোনা বেরা। সঙ্গে তাঁদের অনুগামীরাও।
আরও পড়ুন: Suvendu Adhikari: গুরুতর অসুস্থ অনুব্রত;কোথায় নিয়ে গেলে হবে ভালো চিকিত্সা, পরামর্শ দিলেন শুভেন্দু
এদিন দুই প্রাক্তন কাউন্সিলরের হাতে দলের পতাকা তুলে দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। বিধায়কের দাবি, 'দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন কাঁথি পুরসভার আরও ৩ কাউন্সিলর। অনুমতি পেলেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন অনেক নেতা-নেত্রীই। কাঁথি পুরসভায় একুশ শূন্য হবে'। তৃণমূল সূত্রের খবর, দলে ফিরতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ৫ জন কাউন্সিলর ছিলেন। এদিন ২ জন যোগ দিলেন। বাকিরা আগামী দিনে যোগ দেবেন।