Midnapore: রেলব্রিজে উঠে সেলফি তুলতে দিয়ে দুর্ঘটনা, ২ যুবকের মৃত্যু
গুরুতর জখম আরও ১।
নিজস্ব প্রতিবেদন: রেলব্রিজে উপর 'সেলফি' (Selfi on Railway Bridge)! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের। গুরুতর আহত আরও একজন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মেদিনীপুর শহরের উপকণ্ঠে। প্রশ্নের মুখে রেলের ভূমিকা।
জানা গিয়েছে, মৃতেরা হল মুস্তাক আলি খান ও আবির গায়েন। বাড়ি, মেদিনীপুর শহরের হাতিহল্কা এলাকা। এদিন আরও কয়েকজনের সঙ্গে শহরের উপকণ্ঠে কংসাবতী নদীর তীরে পিকনিক করতে এসেছিলেন দু'জনে। এই কংসাবতী নদীর উপরেই মেদিনীপুর ও খড়গপুরের সংযোগরক্ষাকারী রেলব্রিজ।
আরও পড়ুন: Titagarh Bomb Explosion: দিনে দুপুরে বোমাবাজি টিটাগড়ে, আহত শিশু
দুর্ঘটনা ঘটল কী করে? পিকনিকে ফাঁকেই সেলফির তোলার জন্য রেলব্রিজের উঠে পড়েছিলেন মুস্তাক ও আবির। সঙ্গে আরও একজন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় মুস্তাক ও আবির মারা যান ঘটনাস্থলেই। সঙ্গে যিনি ছিলেন, গুরুতর আহত হন তিনিও। ওই যুবককে ভর্তি করা হয়েছে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুন: Murshidabad: হিজাব বিতর্কের আঁচ এবার এ রাজ্যেও! স্কুল ঘেরাও-তালাবন্দি শিক্ষকরা
এদিকে এই ঘটনায় রেলব্রিজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সাধারণ মানুষকে সচেতন করতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।