Jalpaiguri: জলপাইগুড়ি সদর হাসপাতালে ক্রমশ বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, একদিনে ভর্তি ২২
জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৯৫ জন শিশু।
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে ক্রমশ বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতাল ভর্তি হচ্ছে বহু শিশু। ক্রমশ বাড়ছে সংখ্যাটা। জলপাইগুড়ি সদর হাসপাতালেও একই ছবি। সোমবার একদিনে সেখানে ভর্তি হয়েছে ২২ জন শিশু।
সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোর বিভাগে শিশুদের কোলে নিয়ে আত্মীয় ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। দূরদূরান্ত থেকে এসে ভোর থেকে লাইন দিয়েছিলেন তাঁরা। প্রায় প্রত্যেকেই আতঙ্কে ছিলেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। জানা গিয়েছে, বর্তমানে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৯৫ জন শিশু। সোমবার নতুন করে আরও ২২ জন ভর্তি হয়েছেন। সোমবার ৭ জনের ছুটি হয়েছে।
আরও পড়ুন: Durga Puja 2021: পাঁচশো বছর ধরে দুইবাড়িতে পুজো হয়ে আসছে 'বড় বোন' 'ছোট বোনে'র
আরও পড়ুন: Duare Vaccine: ঘরের দরজায় চিকিত্সক-টিম, মেমারিতে চালু হয়ে গেল দুয়ারে ভ্যাকসিন
এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান, এক শিশু ও তার মা করোনা আক্রান্ত হয়ে জলপাইগুড়ি নাইট শেল্টার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।