নিজস্ব প্রতিবেদন : কারও অ্যাকাউন্টে ছয় হাজার, তো কারও অ্যাকাউন্টে নব্বই হাজার। হিসেব বহির্ভূত হবে টাকা ঢুকেছে উলুবেড়িয়ার ভাটোয়া এলাকার বহু বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  কীভাবে হচ্ছে, কেন হচ্ছে জবাব নেই কারও কাছে। ভেবে আকুল গোটা এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ছেলের অনুপস্থিতিতে বৌমার সঙ্গে ঘৃণ্য আচরণ শ্বশুরের, ডেকে আনল চরম পরিণতি


কোথা থেকে, কী ভাবে, সে সবের কোনও হদিস নেই। তবে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কারও অ্যাকাউন্টে ছয় হাজার তো কারও অ্যাকাউন্টে ষাট হাজার। হাওড়ার উলুবেড়িয়ার কাছে জয়পুর দ্বীপাঞ্চলের ভাটোয়ায় অনেকেরই একমুখ হাসি। আবার বেশ কয়েক জন উদ্বিগ্নও বটে। ভোজবাজির মত বেড়ে যাচ্ছে টাকা।


আরও পড়ুন, হাওড়া থেকে নগদ পাচার পাকিস্তানে, দিল্লিতে ধৃত চক্রের পাণ্ডা


সবাই ছুটছেন ব্যাঙ্কে। আপ ডেট করিয়ে নিচ্ছেন পাসবুক। খোদ পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা।  এলাকায় প্রায় আড়াইশো জনের অ্যাকাউন্টে টাকা  ঢুকেছে । মোটামুটি হিসেবে প্রায় পঁচিশ লাখ টাকা বিভিন্ন জনের অ্যাকাউন্টে ঢুকেছে।


আরও পড়ুন, পদোন্নতির প্রতিশ্রুতিতে ৩ বছর ধরে অধঃস্তন কর্মীকে ধর্ষণ ২ সরকারি কর্তার


অ্যাকাউন্টে কী ভাবে হিসেব বর্হিভূত টাকা ঢুকল, তা নিয়ে হাজার প্রশ্ন। নিজেরাই নিজেদের মত করে উত্তর খুঁজছেন। কেউ ভাবছেন প্রধানমন্ত্রী দিয়েছেন, কেউ আবার আশঙ্কা করছেন এসব হাওলা-জঙ্গি সংগঠনের যোগসাজশ নয় তো!