মিলে গেল পূর্বাভাস! বিকেল থেকে শুরু প্রবল ঝড়বৃষ্টি, বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
বৈষ্ণবনগর ব্লকে ২ জন ও চাঁচোল ১ নম্বর ব্লকে একজনের মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদন : বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হল মালদায়। এদিন বিকেল সাড়ে ৪টে থেকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সঙ্গে বজ্রবিদ্যুত। সেইসময়ই বৈষ্ণবনগর ব্লকে ২ জন ও চাঁচোল ১ নম্বর ব্লকে একজনের মৃত্যু হয়। ৩ জনেরই বজ্রাঘাতে মৃত্যু হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনে নাম তাজিমুল আলি। বয়স ৩৫ বছর। বাড়ি চাঁচোল ১ নম্বর ব্লকের সাওরগাছি এলাকায়। তাজিমুল আলি পেশায় খেত মজুর ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জমিতে গরু বাঁধা ছিল। সেই গরু আনতে যান তিনি। তখনই বজ্রঘাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকায় জমিতে কাজ করছিলেন চিরঞ্জিৎ মণ্ডল ও মিঠুন মণ্ডল। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁদেরও। দেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
প্রসঙ্গত, সোমবারই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছিল যে,'উত্তর ভাসবে। দক্ষিণে বৃষ্টি কম।' উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দফতর। ২৪ জুন থেকে ২৬ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের ৫ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছিল গেরুয়া সতর্কবার্তা। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির দেখা নেই। বরং বেশকিছু জেলায় গুমোট আবহাওয়া।
আরও পড়ুন,